টানা বৃষ্টির জেরে বেহাল হয়ে পড়েছে ঝালদা দু'নম্বর ব্লকের মাঝিডি গ্রাম পঞ্চায়েতের মাঝিডি থেকে টালি সেন্টার এলাকায় যাওয়ার পিচ রাস্তাটি । বিশেষ করে ওই রাস্তাটিতে কাশিডি গ্রামের কাছে বড়সড় ধস নেমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে । দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী । অবিলম্বে রাস্তাটি মেরামত করার দাবি জানাচ্ছেন ওই এলাকার জনসাধারণ ।