গোপন খবরের ভিত্তিতে বেলফাং এলাকা থেকে ৩ নেশা সেবনকারীকে ড্রাগস সহ আটক করল সাদা পোশাকের পুলিশ এদিন দুপুর একটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে তিনজন নেশা সেবনকারী কে আটক করে সাদা পোশাকের পুলিশ। তাদের কাছ থেকে ড্রাগস সহ সিরিঞ্জ উদ্ধার হয়। পরবর্তীতে তাদেরকে বাইজালবাড়ি থানার হাতে তুলে দেয় সাদা পোশাকের পুলিশ। উল্লেখ থাকে একের পর এক নেশার বিরুদ্ধে অভিযান জারি রয়েছে