রামপুরহাট দু’নম্বর ব্লকের হাসন বিধানসভার মণ্ডল ৫-এর পক্ষ থেকে তারাপুর বেসিক মোড়ে ভারতীয় জনতা পার্টি আজ বৃহষ্পতিবার দুপুর বারটা নাগাদ এক প্রতীকী পথ অবরোধ কর্মসূচি পালন করে। বিজেপির অভিযোগ, বিধানসভা চত্বরে মাননীয় বিধায়ক শংকর ঘোষের উপর পরিকল্পিত হামলা হয়েছে এবং দেশের গর্ব সেনাবাহিনীকে অপমান করা হয়েছে। এই ঘটনাগুলির তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন পথ অবরোধে নামে বিজেপি কর্মীরা।কর্মসূচিতে মণ্ডল সভাপতি সহ দলের বহু নেতা ও কর্মী অংশ নেন।