ECLম্যানেজমেন্ট দাদাগিরিতে আজ কাজরা এরিয়া খাস কাজোরায় 6 নম্বর পিট বন্ধ করতে বাধ্য হল শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর একটায়। আজ খাস কাজরার 6 নম্বর কোলিয়ারি শ্রমিকরা বন্ধ করে দিল কেউ খাদে নামেনি অভিযোগ আমাদের দীর্ঘদিন থেকে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে দূর ব্যবহার করছে একটাও মেশিন এখানে ঠিকভাবে কাজ করে না সেই পুরনো মেশিন এখনো চলছে এখনো রিপেয়ারিং করার জন্য বলা হলে হুমকি সুরে কথা বলে তোমরা কাজ করার আছে করো নাহলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো