This browser does not support the video element.
মেখলিগঞ্জ: ঘরে 'সিঁধ-কাঁটা', বাড়ির পাশের পুকুর থেকে গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার; চাঞ্চল্য উচলপুকুড়িতে
Mekliganj, Cooch Behar | Sep 5, 2025
মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রামপঞ্চায়েতের ১৬৫ উছলপুকুরি টিকাভিজা মোড় সংলগ্ন এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার বাড়ির পাশে একটি পুকুরে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী ডাকুয়া (২৫)। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওই গৃহবধূর সঙ্গে তার শ্বাশুড়ির বচসা হয়। রাতে না খেয়ে ঘুমোতে গিয়েছিল সে। শুক্রবার গৃহবধূকে মৃত অবস্থায় পুকুরে দেখতে পায় পরিবারের লোকজন।