বুদবুদের মারো গ্রামের রাস্তায় মহিলার গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় বুদবুদ থানার পুলিশ হারু বাগদি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃতের বাড়ি বুদবুদের কসবা এলাকায়।ধৃতকে মঙ্গলবার বিকেল চারটের সময় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়।পুলিশ জানিয়েছে,মৃতার জোৎসনা বাগদির বিয়ে হয়েছিল মারো গ্রামে।কয়েকবছর আগে তার স্বামী মারা যায়।তার দুই সন্তান নিয়ে একাই থাকতেন।মৃতার বাপের বাড়ি বুদবুদের কসবা গ্রামে।