শুভ মহালয়ার পূণ্য লগ্নে শারদীয়া দেবী মহামায়ার আবাহনকল্পে ভোর থেকে সারাদিন ধরে অনুষ্ঠিত হয় বীরভূমের নলহাটি টু ব্লকের আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে নদীতে তর্পণ ও নানা অনুষ্ঠান।ভোর থেকেই ঠাকুরের নিত্য পূজার পাশাপাশি ঘট স্থাপনে দেবীর আবাহন নবরাত্রি স্থিতি শ্রী শ্রী চন্ডী পাঠ ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। তারপর বহু প্রাচীন মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত মা গুহ্য কালী মন্দির সংলগ্ন ব্রাহ্মণী নদীতে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ অনুষ্ঠান।