ভাতারের শিলাকোট গ্রামের একটি আরথ থেকে টাকা চুরির অভিযোগ আসতেই ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক যুবক । রবিবার 1:30 মিনিটে তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে।পূর্ব বর্ধমান জেলার ভাতারের শিলাকোট গ্রামের এক ব্যক্তি নাম মধু বৈরাগ্য। তিনি গতকাল অভিযোগ করেন যে তার আরথ থেকে একটি ব্যাগ চুরি হয়ে যায়। সেই ব্যাগে ছিল বেশ কিছু ধান ব্যবসায়িক টাকা। গতকাল তিনি ভাতার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।