লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার অর্থনীতি আজ এত চাঙ্গা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম ডি. এম হলে ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে এসে আরো একবার সাফ জানালেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দুলাল মুর্মু,জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি সহ অন্যান্যরা।