দিনহাটা শহরের ভেতরে থাকা গাড়ি গুলিকে নো এন্ট্রি পয়েন্টের বাইরে বেরিয়ে যেতে মাইকিংয়ে অনুরোধ দিনহাটা থানার। শনিবার দুপুর দুটো নাগাদ দিনহাটা থানার পক্ষ থেকে প্রচার করা হয় মাইক যোগে। সেখানে জানিয়ে দেওয়া হয় চারটের মধ্যে সমস্ত টোটো অটো চারচাকা গাড়ি এমনকি বাস গুলিকে নো এন্ট্রি পয়েন্টে বাইরে বেরিয়ে যেতে হবে।। এই মাইকিং প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি নো এন্ট্রি