একটি ধান বোঝাই দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পুকুরে পড়ে গেছে। মৃত দুই আরও একজন চাপা পড়ে থাকার সম্ভাবনা। আহত চার। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের বাগডিয়া তে এমন ঘটনা ঘটেছে। গাড়িতে ৮ জন থাকলেও বর্তমানে উদ্ধার করা সম্ভব হয়েছে সাতজন কে। তারমধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি একজন কে উদ্ধার করা সম্ভব হয়নি। খারাপ রাস্তার কারণে এমনটা হয়েছে দাবি স্থানীয়দের।WB23 D 7035 গাড়ির নং ঘটনার খবর পেয়ে