ঝোপঝাড়ের মধ্য থেকে শনিবার তাজা বোমা উদ্ধার হল আউশগ্রামের পিচকুড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে এদিন আনুমানিক বিকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জায়গাটিকে আপাতত ঘিরে রয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর থেকে পিচকুড়ি যাওয়ার রাস্তার পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বালতিতে এদিন বোম গুলিকে দেখতে পান স্থানীয়রা।