অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মারগ্রাম থানার পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে ধরা হয় অভিযুক্ত রবিউল শেখকে। পুলিশ সূত্রে খবর, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। শুক্রবার সকাল আটটা নাগাদ গ্রেফতার হওয়া রবিউল শেখকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ।