প্রযুক্তিগত কিছু কাজের জন্য আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ এবং এ মাসের ৩১ তারিখ বর্ধমান হাটিয়া রুটে চলাচলকারী দুটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে । ওই দুদিন 13503 এবং 13504 বর্ধমান হাটিয়া বর্ধমান একজোড়া মেমু এক্সপ্রেস ট্রেন গোমো এবং হাটিয়া জংশনের মধ্যে চলাচল করবে না ।