আজ জ্বলাবাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আরো ভালো দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল গার্জিয়ান সঙ্গে আলোচনাক্রমে এসএমসি SMC কমিটি গঠন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়। কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন শ্রদ্ধেয় বিদ্যুৎ দাস মহাশয়।ভাইস চেয়ারম্যান দুজন নিযুক্ত হন শংকরলাল সিকদার, এবং ফুলু মালাকার।