সোমবার দুপুরে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোর শেষ হতেই এলাকার অসংখ্য কচিকাঁচা শিশুদের নিয়ে বালক ভোজনের আয়োজন করে তারা মায়ের ভক্তবৃন্দ,উল্লেখ থাকে রানীরঘাটে প্রায় ৭০বছর আগে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সাধক কালিদাস ব্রহ্মচারী,জানা যায়,আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে দেহ রাখেন মন্দিরে অন্যতম প্রতিষ্ঠাতা সাধক কালিদাস ব্রহ্মচারী,তারপর থেকে আজকের দিনটি বিশেষ করে ৭ই ভাদ্র যথাযথ মর্যাদায় সাধক কালিদাস ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করেন ভক্তরা।