প্রতি মাসের চতুর্থ শনিবার বয়স্ক রোগীদের বিশেষ পরিষেবা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তরফ থেকে। ৬০ বছরের ঊর্ধ্বে মহিলা এবং পুরুষেরা প্রতি মাসের চতুর্থ শরিবারে একই জায়গায় পরিষেবা দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বয়স্ক ব্যক্তিদের পরিষেবা দিতেই প্রতিমাসের চতুর্থ শনিবারে বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়। একই ছাতার নীচে বিভিন্ন চিকিৎসক থাকেন। তাছাড়া লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না তাদেরকে ঘন্টার পর ঘন্টা।