আবারো নতুন করে ভাঙ্গন ফুলাহার নদীর পাড়ে।মালদার মানিকচকের শঙ্করটোলা ঘাটে। গভীর রাতে তীব্র ভাঙ্গন হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি রাতেই স্থানীয়রা ছুটে এসে গাছ ডালপালা পারে ফেলে ভাঙ্গন আটকানোর চেষ্টা করেন। ইতি মধ্যেই প্রায় ২৫ মিটার অংশ তলিয়ে গেছে। আর তীব্র ভয়াবহতা পরিস্থিতি রয়েছে গোটা নদী পার জুড়ে।দিন কয়েক আগে শঙ্করটোলা ঘাট এলাকায় ভয়াবহ ভাঙ্গন হয়।আবারও নতুন করে ভাঙ্গনে মানুষ আতঙ্কিত।দ্রুত পাকা কাজ করে ভাঙ্গন আতঙ্ক দূর করার দাবি।