হলদিয়ায় সরকারি বাসের কন্ডাক্টকে বাস থেকে নামিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। মেরে ওই কন্ডাক্টরের হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। হলদিয়ার ভবানীপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ১১৬ নম্বর জাতীয় সড়কের মিলন কালীমন্দির বাসস্টপের কাছে রবিবার দুপুরে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এদিন সন্ধ্যায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সাবেরা বিবি ও আলাউদ্দিন খান। ধৃতরা সম্পর্কে ওই যাত্রীর স্ত্রী ও ছেলে।