অন্যের বাবাকে নিজের বাবা সাজিয়ে আধার কার্ড তৈরির পর বিভিন্ন জালিয়াতি। জাহাননগর পঞ্চায়েতের প্রধানের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত মহিলা। জানা গিয়েছে ধৃত ঐ মহিলার নাম তপতী দাস। তার বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত মাগনপুর এলাকায়। জানা গিয়েছে তপতির নিজের বাবা দেবেন্দ্র কুমার দাস। কিন্তু তিনি তার আধার কার্ডে অরণ্যের মৃত বাবা উপেন্দ্রকুমার দাস কে নিজের বাবা সাজিয়েছেন। করেছেন ভুয়ো আধার কার্ড, সেখানে তপতী বাবা সাজিয়েছে, উপেন্দ্রকুমার দাস কে।