জলপাইগুড়িতে এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন বি.এস.পি.সি। উপচে পড়া দর্শকে টাউন ক্লাব ময়দান সাক্ষী থাকল রোমাঞ্চকর ফাইনালের। জলপাইগুড়ি রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন (আর.এস.এ) আয়োজিত ১৮তম বর্ষের এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ও পল্টু মোদক–রজত ঘোষ মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল প্রতিযোগিতা–র ফাইনালে চ্যাম্পিয়ন হল বি.এস.পি.সি (জলপাইগুড়ি)। ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গসহ বাইরের মোট আটটি নামী দল অংশ নেয়। গ্রুপ–এ: আর.এস.এ (জলপাইগ