আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক বিশেষ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, একাধিক কর্পোরেটরসহ পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।