শামুকতলা থানার ছিপড়া এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। মৃতের নাম সুমন পাল(২৫)। পরিবারের সদস্যরা বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় সুমনকে উদ্ধার করে শনিবার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে।