আসানসোলে ব্যবসায়ী সংগঠনের তরফে শিল্পপতি দীপক রুদ্রকে নবরত্ন সম্মান সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথা ফসবেকি আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের প্রখ্যাত শিল্পপতি দীপক রুদ্রকে তাঁর শিল্প কৃতিত্বের জন্য সম্মানিত করলো। তাকে দেওয়া হলো " নবরত্ন" সম্মান। দক্ষিণবঙ্গের অন্যতম বড় বনিকসভা ফসবেকির মহাসচিব জগদীশ বাগড়ি, পুরস্কার অনুষ্ঠানের সভাপতি সচিন রায় এবং বিনোদ গুপ্তা দীপক রুদ্রকে সম্মানিত করেন আজ বিকাল ৪:৩০টায় এই সম্মান পেয়ে দীপক রুদ্র সাউথ বে