পিএমশ্রী সাব্রুম দ্বাদশ বালিকা বিদ্যালয়ের সীমান্ত প্রাচীর বিপদজনক অবস্থায়,যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।৪ ঠা সেপ্টেম্বর বিকাল তিন ঘটিকায় সীমান্ত প্রাচীর সংস্কার বিষয়ে সাংবাদিকদের বলেন পিএমশ্রী সাব্রুম দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। বিদ্যালয়ে ১০ কোটি টাকা ব্যায় করে নতুন প্রশাসনিক ও পাঠ ভবন তৈরির কাজ শুরু হয়েছে। এরমধ্যে স্কুলের পশ্চিমাংশ বাউন্ডারি ওয়েল হেলে পড়ছে।।যে কোন মুহুর্তে ভেঙে পড়ার ঝুঁকি।