ভবানীপুরে ১০০ দিনের কাজের দাবিতে ডেপুটেশন প্রদান। NREGA প্রকল্প চালুর দাবিতে সারা ভারত খেতমজুর ইউনিয়নের ভবানীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়। শুক্রবার বিকেল চারটা নাগাদ প্রায় ৩৫০ শ্রমিক ও ২২৫ জন জব কার্ডধারী উপস্থিত ছিলেন। কিন্তু প্রধান জিয়ালি কিস্কু কাজ না থাকায় ফর্ম নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। জব কার্ড প্রদান, রাস্তা ঢালাই সহ নানা দাবি তুলে ধরা হয়। নেতৃত্বে ছিলেন উত্তম মিস্ত্রি, উপস্থিত ছিলেন শীতল বাউরি।