নিদাম চা বাগান এলাকা থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার মাল থানার পুলিশ।এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে এদিন নিদাম চা বাগানের সুকানি,৯৭ সেকশনের একটি নালার ঝোপে গলায় রশি লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। খবর দেওয়া হয় মালবাজার থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে মালবাজার থানার পুলিশ। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম রূপচান ওরাও (২২)।