পূর্ব মেদিনীপুর জেলার ডিমারি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র জয়দীপ ভৌমিক গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল আজ সকালে তমলুকের হিরাপুর এলাকায় পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক হসপিটালে পাঠায় |পরিবার হসপিটালে গিয়ে মৃতদেহ সনাক্ত করে |পারিবারিক গোলমালের কারণে মঙ্গলবার স্কুলে জামাপ্যান্ট ব্যাক মোবাইল নিয়ে নিখোঁজ হয়ে যায় |পরিবার তমলুক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে |