পাড়ায় সমাধান কেমন হচ্ছে তা দেখতে বৃহস্পতিবার বিনপুর ১ ব্লকের রামগড় অঞ্চলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করেন বিনপুর ১ ব্লকের বিডিও অনল সরকার, এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাচাঁদ হেমব্রম।এদিন দুপুর নাগাদ শিবির পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে এলাকার উন্নয়ন প্রসঙ্গে কোথায় কি কাজের প্রয়োজন রয়েছে তা জানাতে চান বিডিও। বিডিওকে নিজেদের এলাকায় পেয়ে এলাকার উন্নয়নের একাধিক বিষয়ে আবেদন জানান এলাকাবাসীরা