ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে স্কুল শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি।।রবিবার রাতেরঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালেই বাড়ি ফাঁকা রেখে দক্ষিণেশ্বর তারাপীঠে পুজো দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন দম্পতি। আর সেই ফাঁকা বাড়ির সুযোগ নিলো দুষ্কৃতীর দল। রাতের অন্ধকারে ঘরে ঢুকে আলমারি এবং শোকেস ভেঙ্গে তছনছ করে নগদ প্রায় ৪৫ হাজার টাকার সহ বেশ কিছু সোনা ও রুপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে বলে জানা গিয়েছে।