Hingalganj, North Twenty Four Parganas | Aug 24, 2025
আবার বাংলাদেশীর হদিস বাঁকড়া এলাকায়, এই প্রসঙ্গে বাঁকড়া এলাকা থেকে রবিবার বিকেল চারটে নাগাদ প্রতিক্রিয়া দিলেন এলাকার এক বাসিন্দা হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া এলাকায় খাইরুল গাজী নামে এক ব্যক্তি গত কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসে। তারপর ওই এলাকার আশরাফ গাজী নামে এক প্রতিবেশীকে বাবা সাজিয়ে এলাকার তৃণমূল নেতাদের সাহায্যে ভোটার কার্ড তৈরি করে ফেলে। এই খাইরুল গাজী এলাকায় নানান ধরনের অপরাধমূলক কাজকর্