দক্ষিণ ত্রিপুরা সাব্রুম শহরে আজ গণপতি গণেশ পুজার দশমী উৎসব ধুমধামে পালিত হয়। ২৮ শে আগষ্ট বেলা ২ ঘটিকা থেকে সাব্রুম শহরে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে গনেশ পুজার দশমী উৎসব অনুষ্ঠিত হলো।ছোট শহর হলেও এখানকার গনেশ পূজার উদযাপনের আনন্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে। যেন শারদীয় দুর্গোৎসবের প্রাক প্রস্তুতি। স্থানীয় বাসিন্দারা বলছেন ছোট"শহর বড় আনন্দ "।গনেশ চতুর্থী উৎসব আজ বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে।