Download Now Banner

This browser does not support the video element.

মানবাজার ১: মানবাজার এলাকার তাঁতিঘটু টোলায় ডাইরিয়া আক্রান্ত একাধিক পরিবার,ওই এলাকায় মৃত এক বৃদ্ধ

Manbazar 1, Purulia | Aug 29, 2025
মানবাজার এলাকায় ডাইরিয়া আক্রান্ত একাধিক পরিবার।ইতিমধ্যে ওই এলাকায় একজনের মৃত্যুর খবর ও পাওয়া গেছে।তবে সেটি ডাইরিয়ার কারনে মৃত্যু কি না খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।মৃত ব্যাক্তির লম্বস হেমব্রম,বয়স ৭২ বছর।শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মানবাজার-১ নং ব্লকের পাথরকাটা গ্রামের তাঁতিঘুটু টোলায় এখনও পর্যন্ত ১৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে,আক্রান্তদের অনেকেই পুঞ্চা ও মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
Read More News
T & CPrivacy PolicyContact Us