গঙ্গা নদীর জলস্তর বাড়তেই জল ঢুকতে শুরু করেছে গোটা ভূতনিতে। দ্বিতীয়বারের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা ভূতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে। ইতিমধ্যে উত্তর চন্ডিপুরের যোগাযোগের যে প্রধান রাস্তা সেই রাস্তার ওপরে প্রায় হাঁটু জল হয়ে গেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ এ রাস্তা দিয়ে কোনক্রমে পারাপার করছে। তবে আগামীকাল এই রাস্তা দিয়ে যে যাতায়াত করা সম্ভব হবে না মনে করছেন এলাকাবাসী। সর্বত্রই নৌকার চলবে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে।