নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের ফের বড় সাফল্য, জাভেদ বারিক গুলি কাণ্ডে গ্রেপ্তার আরও ৪ জন, মোট গ্রেপ্তার ৭জন ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গত ২৯তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিকে মাথায় গুলি করে মারে বাইকে এসে দুই দুষ্কৃতী। পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় cctv ফুটেজে। সে ফুটেজ এবং মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে গত ৩০