দুর্গাপূজো উপলক্ষে আজ থেকে পৌরসভার উদ্যোগে শুরু হল প্রাথমিক স্বাস্থ্য শিবির ক্যাম্প ও জলের ক্যাম্প ।এই ক্যাম্প খোলা হয়েছে আজ সপ্তম থেকে থাকবে আগামী দশমী পর্যন্ত । জেলার বিভিন্ন জায়গায় পৌরসভার পক্ষ থেকে এই ক্যাম্প খোলা হয়েছে তবে মূল ক্যাম্প টেক্সি স্ট্যান্ডে খোলা হল এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ,উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান ।তিনি যান পুরুলিয়া শহরে যারা পুজো দেখতে আসছেন অনেক সময় অনেকে অসুস্থ বোধ করেন তাদের সুবিধার্থে এই ক্যাম্প ।