গণেশ চতুর্থী থেকে দুর্গোৎসব, উৎসবের মরশুমে চাহিদা মতো প্রতিমা তৈরীতে ব্যস্ত কুমোরপাড়ার শিল্পীরা।এক প্রকার নাওয়া-খাওয়া উঠে যাওয়ার জোগাড়।কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে বৃষ্টির ফলে চরম সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা।প্রতিমা সময় সময়মতো শুকোচ্ছে না,তার উপর আবার কাঁচামাল পেতেও সমস্যা হচ্ছে ফলে সময় মতো প্রতিমা সরবরাহ করা যাবে কি না তা নিয়েই দুশ্চিন্তায় তাঁরা।গণেশ চতুর্থীর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি,এদিকে বরাত পাওয়া প্রতিমার মাটি না শুকানোয় রং তো দূর অস্ত