ধৃত অভিযুক্তের নাম সুরজিৎ বর,বাড়ি সরকারপাড়া অফিস ঘাট রোড এলাকায়,বুধবার দুপুরে যুবকের বিরুদ্ধে অপহরণ সহ অন্যান্য ধারায় মামলার রুজু করে আদালতে পেশ করে পুলিশ,অন্যদিকে উদ্ধার হওয়া বছর ১৩ র নাবালিকাকে কৃষ্ণনগর CWC তে পাঠায় পুলিশ,সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় শহরের মধ্যাঞ্চলের বাসিন্দা এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়,ওই রাতেই থানায় অভিযোগ দায়ের করলে আজ সকালে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণ হয়ে যাওয়া নাবালিকাকে।