আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এলাকার আদিবাসী পুরুষ, মহিলা ও শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র এবং খাদ্যসামগ্রী, এছাড়াও হয় দরিদ্র নরনারায়ন সেবা । শনিবার বিনপুর 2 ব্লকের চিড়াকুটিতে বেলপাহাড়ী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে এই কর্মসূচি আয়োজিত হয়। এদিন প্রায় ৭৫ জন আদিবাসী মহিলা কে শাড়ী ব্লাউজ, ৩০ জন পুরুষকে জামা এবং ২৫ জন শিশুদের হাতে গেঞ্জি প্যান্ট তুলে দেওয়া হয়। এবং চাল,ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় প্রায় ৩০ টি পরিবারকে।