ঘটনাটি বৃহস্পতিবার শেষ বিকেলে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল সেবার কুটি এলাকার ঘটনা। ঘটনায় জখম ওই ব্যক্তির নাম গোপাল দাস। বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে শুক্রবার ওই ব্যক্তি জানান প্রতিবেশী ওই পরিবারটি ঘর তুলতে ছিল। একেবারেই রাস্তা ঘেঁসেই তুলছিল ঘর। এতে পথ চলতি মানুষের ভীষণ সমস্যা হতো। এরই প্রতিবাদ করতে গিয়েছিলেন। ফলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিবেশী পরিবারটি।