গত কিছুদিন ধরে তেহট্ট হাইস্কুলের সামনে থাকা পার্ক আগাছা থেকে জঙ্গলে ঢেকে যাওয়ার বিষয়ে, বুধবার বিকেল তিনটের সময় তেহট্ট এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ তেহট্টে দাঁড়িয়ে জানালেন, সাধারণ মানুষ থেকে প্রশাসনের সচেতনতার অভাবেই তেহট্ট হাই স্কুলের সামনের পার্ক আগাছা থেকে জঙ্গলে ভরেছে।