পাড়া থানার অন্তর্গত বহড়া গ্রামে বহড়া শ্রী জৈন শ্বেতাম্বর মূর্তি পূজক সংঘের উদ্যোগে আট দিন ব্যাপী পর্যূষন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, আজ রবিবার সকাল দশটা নাগাদ অনুষ্ঠানের একটি অঙ্গ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম পরিক্রমা করা হয়। তার পরে ধর্মীয় প্রবচন ও পূজা পাঠ করে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় এলাকার বহু মানুষ যোগদান করেন। সমস্ত গ্রাম পরিক্রমা করা হয়।