এক মহিলা শোকেসের চাপা পড়ে মাথার ফেঁটে আহত হয়। এরপর আহত ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে শোকেসে চাপা পড়ে আহত ওই মহিলার নাম হাসনারা বিবি। বয়স ৩২। বাড়ি গাজোল ব্লকের আলাল অঞ্চলের কদমতলী গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে এদিন বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর নিজের ঘরের মধ্যেও কোনো এক কাজ করার সময় আচমকা শোকেস গায়ের উপরে পড়ে মাথা ফেটে গিয়ে আহত হয় বলে জান