আবারো চুরি কান্ড সংঘটিত হলো পানিসাগর থানায় অধীন জলাবাসা বাজার সংলগ্ন এক নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক অনুজ কুমার দাসের বাসভবনে। বাড়ির মালিকের অনুপস্থিতে চুরের দল হানা দিয়ে ঘরের ভিতরে থাকা আলমিলার লকার ভেঙ্গে নগদ অর্থ আট হাজার টাকা, স্বর্ণের দুটি চেইন, একটি আংটি চুরি করে নিয়ে যায় চুরের দল। ঘটনার তদন্তে পানিসাগর থানার পুলিশ।