কাঁকসা হাটতলা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। আজ রাত সাড়ে ৯টা নাগাদ হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করে বাইকের মালিকের হাতে তুলে দেয় পুলিশ। জানা গেছে শুক্রবার সন্ধ্যায় কাঁকসার হাটতলা থেকে বুদবুদের সোঁয়াই গ্রামের বাসিন্দা অবনী লোহারের বাইক চুরি হয়ে যায়। এরপরই তিনি কাঁকসা থানার পুলিশকে তার বাইক চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ বাইকটি উদ্ধার করে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।