মশা বাহিত রোগ প্রতিরোধ করে মুক্ত সমাজ গড়ে তুলতে উদ্যোগ নিলো সারেঙ্গা ব্লক প্রশাসনও সারেঙ্গা স্বাস্থ্য দপ্তর। সারেঙ্গা বিডিও অফিস সারেঙ্গা ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় চব্বিশ হাজার গাপ্পি মাছ বিতরণ করা হল। এর পাশাপাশি স্কুলের ছাত্রীদের সচেতনতা করা হল।ইতিমধ্যে সা রেঙ্গা ব্লকের সতেরো জন ডেঙ্গু ও ছয় জন মেলেরিয়া আকান্ত্র।তাই এই মশাবাহিত রোগ প্রতিরোধ করতে সারেঙা ব্লক পঞ্চায়েত সমিতির ও স্বাস্থ্য দপ্তরও উদ্যোগে এই ব্লকে জলাশয় গাপ্পী মাছ ছাড়া