শনিবার সকালে সিপাহী জলা নৌকা ঘাট সংলগ্ন জাতীয় সড়কে তিন টন লোহার রড বুঝাই টি আর০২জে ১৬৯০ নম্বরের বলেরো ডি আই গাড়ি উল্টে যায়। অল্পেতে রক্ষা পায় ব্রাজিল ভেতরে থাকা চালক এবং সহচালক। এই লোহার রড গুলি আগরতলার মালিক সুকান্ত দাস বিক্রি করেছিলেন উদয়পুরের এক ব্যবসায়ীর কাছে।