চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব পরিচালিত থানাপাড়া সার্বজনীন দুর্গো উৎসবের ৫২ তম বর্ষের শুভ উদ্বোধন হলো আজ। শুক্রবার রাত নটা নাগাদ এই পূজোর শুভ উদ্বোধন করা হয় প্রদীপ জ্বালিয়ে। এবারে চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের পুজোর থিম শিব আরাধনা, অসাধারণ কারুকার্যের মধ্য দিয়ে দর্শনীয় প্যান্ডেল তুলে ধরা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে, অপরূপ মায়ের প্রতিমা সহ পূজোর দিনগুলিতে থাকছে নানান ধরনের কর্মসূচি, প্রত্যেকবারই চোপড়া থানাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রচুর