রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) উদ্যোগে “অপারেশন আমানত”-এর আওতায় যাত্রীর হারানো ব্যাগ ফেরত দেওয়া হয়েছে। বুধবার টাটা বক্সার ট্রেনের জেনারেল কোচ থেকে উদ্ধার হওয়া একটি সাদা রঙের ব্যাগ আরপিএফ আনাড়ার জওয়ানরা নিরাপদে পোস্টে নিয়ে আসেন। পরবর্তীতে পুরুলিয়ার হুটমুড়ার বাসিন্দা এসকে ফাহিমুদ্দিন দুপুর তিনটে নাগাদ আনাড়া পোস্টে এসে পরিচয়পত্র ও যাচাই-বাছাইয়ের পর নিজের লাগেজ ফেরত পান। ব্যাগটির আনুমানিক মূল্য প্রায় ২০০০ টাকা। নিজের হারানো জিনিস নিরাপদে ফেরত পেয়ে