অর্কনীড়ে বসানো সোলার হাইব্রিড ডায়ারে উপকৃত স্থানীয় মহিলারা। এই সোলার হাইব্রিড ডায়ারে লঙ্কা, আদা, হলুদ, তেজপাতা ইত্যাদি সামগ্রী শুকানোর কাজে ব্যবহৃত হয়। সম্পূর্ণ সোলার প্যানেলের মাধ্যমে চলে এই আধুনিক প্রযুক্তির ডায়ার মেশিন। আদা হলুদ লঙ্কা ইত্যাদি সামগ্রী মূলত বাড়ির উঠোনে শুকানো হয়। এতে অনেক ঝামেলা পোহাতে হয়। কখনো বৃষ্টি কখনো ধুলোবালি এসব সামগ্রী নষ্ট করে